মাটির বুক থেকে রক্ত, ফিনকি দিয়ে পৌঁছে যায় আকাশ অবধি-
নীল আকাশে ছোপ ছোপ লাল রঙের বিষাদ!
কালো পতাকা ওড়ে ফোরাত নদীর পাড়ে,
ধূ ধূ বালুচরে পরে থাকে-
তেত্রিশটি বর্শা, চৌত্রিশটি তরবারির আঘাতে-
নিথর, নবীজির দৌহিত্র।
জালিম ইয়াজিদ, হিংস্রতার শরাবে মত্ত,
চাই তার- হোসাইনের বিচ্ছিন্ন মস্তক!
খুনি সীমার, বাজায় রক্তাক্ত খঞ্জরে- বেদনার সপ্তক!
সেদিন থেকে, মুসলিম জাহান, বেদনা বুকে নিয়ে করে বাস।
মহররমে বিষাদে, অন্ধকারে ঢেকে যায়- ইসলামের ইতিহাস!