নদীর বুকে মাঝি, ভালোবাসে, একান্তে নির্জনতায়।
স্রোতে কাঁপন জাগে, সুখে, শিরা-ধমনীর এলোমেলো রেখায়!
আইনসঙ্গত বয়সেই প্রথম দেখা, তবু ভয় দ্রুত নৌকাডুবির,
কিন্তু ইতিহাস বলে, পৃথিবীর শুরু থেকে নদী জানে আর্কিমিডিসের সূত্র!
জানে ভাসিয়ে রাখতে, জানে বাঁচিয়ে রেখেই তাঁকে-
ডুবাতে হয় গহীন জলে। একটু একটু করে পানকৌড়ির মতো-
চুপ চুপ ডুবে মাঝি দুরন্ত হয়ে ওঠে। শিখে যায় নদীর মাঝে-
আপনরূপে, দক্ষজ্ঞানে, মাস্তুলে 'সভ্যতা' রেখে জয়যাত্রার কৌশল।
কেটে যায় ভয়, আরও আরও স্বপ্ন দেখার সাহস হয়। ভালোবাসার গানে-
জীবনের সমৃদ্ধ ধারা বয়ে চলে নদীর বুকে দক্ষ মাঝির সম্পানে!