অধিকারহীনতার ধ্বংসস্তুপে বসে- হু হু করে কাঁদতে নেই!
বরং চিৎকার করো- শ্লোগানে, শ্লোগানে। শ্লোগানে কাঁপন ধরুক-
শোষকশ্রেণীর পায়ের নিচে মাটিতে- রিখটার স্কেলের সর্বোচ্চ মাত্রায়।
ভয় নেই, ভয় পাবার কোন কারণ নেই!
সুদৃঢ় পর্বতমালা নিমিষে বিলীন হয়ে যায়-
যথাযথ ভরবেগে ডিনামাইট আঘাত করে যখন। এটাই ফিজিক্স!


তোমার অধিকার- ফিজিক্সের 'জড়তা' সূত্র মানে।
'যতক্ষণ বাহ্যিক বল প্রয়োগ না-করা হয়, স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে।'
অধিকার হরণের মহোৎসবও চলতে থাকে, যতক্ষণ তুমি চুপ থাকো!
ঠিক বিপরীত। যখন তোমার ভোকাল কর্ডের কম্পন নায্যতার আওয়াজে মিলে যায়-
অনুনাদ হয় আকাশে বাতাসে তখন। বিপ্রতীপ সে বল এ-
শোষকদল চুপ হতে বাধ্য।
কার আছে ফিজিক্সকে অস্বীকার করার সাধ্য?


মানবাধিকারের ফিজিক্স বুঝে নাও দ্রুত,
পৃথিবীর বুকে যারা রয়েছো অধিকার বঞ্চিত।