স্বপ্ন দেখি :
একদিন মানবপ্রেমেরই ক্ষেপণাস্ত্র -
ধ্বংস করে দিবে বিভিন্ন দেশের সব পারমানবিক অস্ত্র !
একদিন মানবপ্রেমেরই ক্ষেপণাস্ত্র -
ধ্বংস করে দিবে বিভিন্ন দেশের সব রাসায়নিক অস্ত্র !
একদিন মানবপ্রেমেরই ক্ষেপণাস্ত্র -
ধ্বংস করে দিবে বিভিন্ন দেশের সব স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র !
একদিন মানবপ্রেমেরই ক্ষেপণাস্ত্র -
ধ্বংস করে দিবে বিভিন্ন দেশের সব ট্যাংক, সামরিক যান, যুদ্ধ বিমান, জলযান অস্ত্র!
একদিন মানবপ্রেমেরই ক্ষেপণাস্ত্র -
ধ্বংস করে দিবে ,এক কথায়, মানবতা বিরোধী সব অস্ত্রশস্ত্র!


বিশ্বাস করুন :
মানবতার বিরুদ্ধে ব্যবহৃত সব সমরাস্ত্রের সাথে কবিতার ভীষণ শত্রুতা ।
যুদ্ধ বিরোধী কবিতার মনে থাকেনা- কখনো কোন ভিরুতা !


স্বতস্ফুর্ত চেতানায় :
কবিতা- মানবের মনে মানবের তরে মানব প্রেম জাগায় নিয়ত নানাভাবে ।
সব কবি- মানবাধিকারকর্মী চিরায়ত স্বভাবে ।


স্বপ্ন দেখি কবিতা পারবে :
মানবতা বিরোধী দানবদের দিতে রুখে ।
মানবের সাথে কখনো মানবের যুদ্ধ হতে পারেনা ! সব মানব ভ্রাতৃত্ববোধে থাকবে সুখে ।


স্বপ্ন দেখি কবিতা পারবে :
ভালোবাসা জাগাতে সব মনে -
সভ্যতা বিকাশের অগ্রযাত্রায়, সুন্দর পৃথিবী গড়তে - মানবতার প্রেম কবিতার সনে ।