তার রূপে গুনে মন ভোমরা হয়ে যায় দ্বিগুন খুন ,
হৃদয় জুড়ে বাজায় সে প্রেমের নুপুর রিনিঝিনি, ঝুন ঝুন ।


প্রথম খুন : একপলকেই ভালোলাগা, ভালোবাসা
চাঁদ বদন তার রূপ সাগর যেন দুধে-আলতা মাখা ।
নয়নে সে বনলতা সম, হাসিতে মোনালিসা নিপুন,
তার বন্দনায় মন ভোমরা গায় গান গুন গুন ।


পুনরায় খুন : যখন বসি আমি তার গুন কীর্তনে,
নাচে-গানে, মনে-প্রাণে সে দেবী তুল্য হে ।
শয়নে স্বপনে উড়াল দেই তার কুসুম কাননে,
যতবার দেখি মনেহয় তবু প্রতি দর্শনে সে নতুন ।


তার রূপে গুনে মন ভোমরা হয়ে যায় দ্বিগুন খুন ,
হৃদয় জুড়ে বাজায় সে প্রেমের নুপুর রিনিঝিনি, ঝুন ঝুন ।