মনে মেঘ করেছে-
সমুদ্র সমুদ্র জল ভেসে বেড়ায় চোখের দুই আকাশে,
সে আকাশ ভেঙে হয়তো এখনই নামবে ফোঁটায় ফোঁটা মিলে বহতা নদী-
তবে ক্ষমতা নেই এর হৃদয়মুরুর সাইমুম থামানোর!
বিরহের নিম্মচাপ-
                 ভয়ঙ্কর ভীষণ শূণ্যতা: ঝড় হবেই।
ইট ভাঙা মেশিনের মত- ভেঙে চুড়ে গুরো গুরো করে দেয় জীবনের সুখ!
মনে মেঘ করেছে- ঘন কালো,
একলা জীবনে তাই- সুখ নাই, দুঃখই ভালো, দুঃখই ভালো!
সুখ তোমারই হোক।