মনের ময়লা রঙ কয়লা
যায়না ধুইলে সাবানে,
কালো রঙ সাদা হয়
আত্মশুদ্ধির সাধনে ।।


কেমনে করবি সেই সাধন
ভেবে দেখ পাগল মন,
সময় মেপে চালাও তরী
পাবি না আর এই ক্ষণ ।
উড়াও পাল ভেবে ভেবে-
সত্যের মন পবনে ।।


ভুল রাস্তায় যে যায়
ফেরা বড় কঠিন,
অন্তর চক্ষু থাকলে খোলা
পাবি মন সুদিন ।
সচল করে বিবেক তোর
বসাও কাজীর আসনে ।।