প্রকৃতি নিদর্শন।
দূষিত পানি- সূর্যতাপে বাষ্প হয়ে মেঘ হয়, মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টির জল।
দেখো, কী দারুন বিশুদ্ধ সে পানি!
মন আমার, শোনো, মনস্তাত্ত্বিক পানিচক্রে প্রবেশ করো!
দূষিত চিন্তার জগতে- সূর্যের মতো বিবেক জ্বালো,
তারপর, অনুতাপে, চোখের জলে- পরিশুদ্ধ হও।
দেখো, কী দারুন বিশুদ্ধ সে তুমি!
---------------
ইংরেজি অনুবাদ
---------------
The psychic water cycle


Nature, The example.
Polluted water-evaporated by sun to form clouds,
Rain falls from the clouds.
Look into, what a pure water that is!
My mind, Listen to me, Enter the psychic water cycle!
In the world of malicious thoughts-Like the sun shines lit up your conscience,
Then, In repentance, in tears- Be cleansed.
Look into, What a pure person you are!