হ্যাঁ, আমার দাদা'র বন্ধুরা,
               এবং আমার বাবা'র বন্ধুরা,
বড় কষ্ট করে একটি গাছ লাগিয়েছিলেন: সবুজের মাঝে লাল ফুল তার- অপরূপ ।
আমি জেনেছি-
         গাছটির চারটি শিকড় আছে ছড়িয়ে: জনম জনম ধরে- সঞ্জীবনী স্বরূপ ।
গাছটি বাড়ছে,
               বাঁচছে,
                     বেঁচে থাকতে চাইছে-
যুগ যুগান্তর । আশাকরি থাকবে সে- এই পৃথিবী আছে যতদিন ।
সুতরাং একটি শিকড়ও কি থাকতে পারে যত্নবিহীন ?
পারে না, কখনোই পারে না -
কারন, চারটি শিকড়ছাড়া এ গাছটি বাঁচবে না !