ডাক্তারদের ধর্মঘট তাদের অধিকার আদায়ে
নাকি তার চেয়েও বেশ‍ী মানুষ নিয়ে খেলা
সেবার মহান ব্রত ভুলে তারা
হাসপাতালে জমালো কি তবে অসুরের মেলা ?


ধর্মঘট করে করুক আপত্তি নাই
করুক তা তাদের ব্য‍াক্তিগত চেম্বারে
দেখি, কতজন তারা হয় রাজি
জনতার এমন প্রস্তাবে !


যদি তবে তা নয়
কেন তাদের কর্তব্য অবহেলায়
মৃত্যুর যমদুতের কাছে
রোগী করবে আত্ম-সমর্পণ হয়ে অসহায় ।


তুচ্ছ কারনে ঘন ঘন ধর্মঘট
করেনা সমর্থন জনগন ও সরকার
চিকিৎসা অবহেলায় হলে কারও মৃত্যু
বিচার চাই - যেমন ‍বিচার হয় কোন হত্যার ।


ক'জনে দিবেন সহমত - জানিনা
তবে কেন এমন বলছি ? - আমি যতটুকু বুঝি
সুস্থ মানুষের যে কোন অধিকারের চেয়ে
একজন মুমূর্ষের বাঁচার অধিকার - অবশ্যই বেশী ।