নকশি কাঁথা বোনার খুব ইচ্ছে-
অথচ, সুতো দেখলেই নড়াচড়া করে সোনামুখী সুই!
একে এক মিলে আর দুই হয়না-
থেকে যায় ভিন্ন মেরুর দুই!
গোপন ইচ্ছে পুরণ হয়না-
সময়ও আমাদের অনুকুলে রয়না!
শোষক শ্রেণী ভয় দেখায়,
                 সুই ভাবে- সুতোকে বাঁশ!
নকশি কাঁথা হয়না বোনা,
                জগৎ জুড়ে হয় নির্মম-রুঢ় নকশার চাষ!


সাহস না থাকলে ঐক্য হয়না,
                          প্রেম এবং দ্রোহের মিলন হয়না,
                                               মজলুমেরদল মজলুমই থেকে যায়!
নান্দনিক নকশি কাঁথার রেঁনেসার স্বপ্ন ধুলিস্যাৎ হয় বিচ্ছিরি চাদরের চাপায়!