একটি মাত্র নক্ষত্র হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম একমাত্র তোমারই আকাশ ,
বৈজ্ঞানিক মনে গবেষণা করে দেখি –
ঐ আকাশে নয় শুধু একক নক্ষত্রের বাস !


মনেরেখ, তোমার কক্ষপথে ঘুর্ণায়মান সব প্রেমিক'রা
কক্ষচ্যুত হবে তোমার ফুলেল আকর্ষণ হলে শেষ !
তোমার ছায়াপথে আমিই থেকে যাবো-
হবোনা, হবোনা, হবোনা কখনো নিরুদ্দেশ !


তোমার সৌন্দর্যে বিমোহিত আমি-
শুধু ভালোবাসিনা ঐ নীলিমা রূপ ।
আরো ভালোবাসি, বেশি ভালোবাসি –
প্রেমের শুদ্ধতার স্বরূপ !


হে নীল অপরাজিতা, কিছু বুঝলে !
তোমার নীলের মাঝে শুভ্র নক্ষত্র আমি- একক !
আমার কক্ষপথের প্রেমই আলো-
বাকি পথ অন্ধগলি! হয়তো, সাময়িক সলক!