বর্ষার জন্য মানবীর মন কাঁদে-
অথচ, প্রেমিক আটকা সন্ন্যাস বাধে!
মৌমাছি ঘুরে ফিরে উড়ে যায় প্রতি রাতে,
এমন "দর্শন" ফুল মানে কোন বরাতে ?
গুরুকে মানাতে চাও তোমরা-
কিন্তু শিষ্যের তত্ত্ব জ্ঞান যে সায় দেয়না!
বাস্তবতা বলে, সুখ পাখিও-
বৈরাগ্যের ধার কাছে না, কখনোই ধার কাছে না !


নারীদেহে সৃষ্টি তত্ত্ব রহস্য ! অবাক মহাজাগতিক প্রেম সাধনা !
                       - এই নিয়মে,
                         ভুল কিয়ামে -
দাড়ালে যে পথে - ও পথে সফলতার প্রশ্নই উঠেনা !