শীত যায় যায়, বসন্ত আসে আসে...
সে দোলায় মন আমার অহেতুক ভাসে!
জানি, তোমার মন হবে না পরিবর্তন, তুমি আসবে না।
তোমার যাত্রা সুখের সীমান্ত বরাবর, আমার দুঃখের সমান্তরালে!
সমান্তরাল রেখায় মিলন নেই।
উল্টো, প্রেমের সময় বাষ্প হয়, বিরহ জমায়েত করে মেঘ-
অবিরত বর্ষা নামে। আজন্মকাল।
একটিই ঋতু জীবনে আমারঃ দুঃখ-বিরহের বর্ষাকাল!
চলছে, চলবে...
কতো স্বপ্ন, কতো সুখ-
কাগজে নৌকার মতো ভেসে যায়, ডুবে যায় বর্ষার জলে!