ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!


আগুনে পুড়ে, জলে ডুবে
অথবা সড়কে দুর্ঘটনায়,
ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!


কষ্ট কূজনঃ কেউ শোনে না তার।
দুঃখ ভুবনঃ কেউ বোঝে না তার।


অভিমানে, নীড় পানে-
আর ফিরে না-তাঁকায়!
ঐ দেখো মৃত্যু, পাখি হয়ে উড়ে যায়!


আকাশ নীলে-
হারিয়ে গিয়ে বলে,
অনাকাঙ্খিত মৃত্যু যেন না-হয় কারো। ভালো থেকো!
শেষের সুখে-
ভাগ্য হোক সবার- ঘুমিয়ে পড়ার, মাটির বুকে!