জোছনাবতী চাঁদকেও ঘুরে ঘুরে ঢেকে ফেলে-দুষ্ট কালো মেঘের ভেলা,
কালোর দৌরত্ব যখন বেড়ে যায়, কমে যায় তখন আলো ছড়ানোর খেলা।
প্রকৃতির এ খেলা ঐ আকাশে দেখে, মিলিয়ে দেখি বিশ্ব সমাজের সাথে-
মিলে যায়! ঘুরছে ঘুরছে অন্ধকার কাল-আমাদের চারপাশে নিয়ত দিবা-রাতে।
অসহায় চাঁদকে দেখে মায়া লাগে ভীষণ- আমার জোছনা বিলাসী মনে,
ভাবি মেঘ কেটে যাবে, স্নিগ্ধ আলো পোহাবে- আমার পৃথিবী কোন ক্ষণে?
অপেক্ষা বাড়তে থাকে, বাড়তে থাকে কালো, সময় বয়ে যায়, কেউ ভাঙেনা বাঁধ-
গালে হাত দিয়ে কবি চেয়ে থাকে- ডুবে থাকে আঁধারে অসহায় জোছনাবতী চাঁদ!