হে বাংলাদেশ, কেমন আছো?
আবার এলাম বেড়াতে তোমার হাওড়ে
সারা বিশ্বের সবাই জানে
বেশ অতিথি পরায়ণ তুমি বাপুরে!


এসেছি সুদূর থেকে ক্লান্ত আমরা
ক'টা দিন থাকবো তোমার এখানে
তব অনুরোধ, একটি অনুরোধ
যেন যেতে পারি ফিরে আপন দেশে।


তোমার সন্তানেরা দেখুক মোদের
জুড়িয়ে দু নয়ন তোমারই সৌন্দর্যের সাথে
আহা না মারে যেন মোদের কেউ শখের বসে
দিয়ে গুলি কিংবা বিষটোপের বিষে।


হে বন্ধু বাংলাদেশ, সবিনয়ে বলি
মনে রেখো, আমি অতিথি তোমার
তোমার প্রিয় মানব সন্তানের মত
আমারও আছে অধিকার যেথায় খুশি বেড়াবার!


-----------------
ইংরেজি অনুবাদ
-----------------


Rights of The Migratory Bird


How are you, O dear Bangladesh?
I came back to visit your Haor
Everyone in the world knows
You are very hospitable to visitors!


We are tired, came from far away
I'll be here for some days
But a request, earnest request-
That, I can go back to my country without any hurt.


Let your children see ours beauty
Combine with your beauty to enjoy
Do not kill us like a hobby of hunting
By shooting or by poisoning.


Hey friend Bangladesh, let's talk
Remember, I'm your guest
Like your beloved child
I also have the right to visit anywhere in the world!