জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!
উজানে বাইতে গেলে
শত্রুর দেখা পাই,
স্রোতমুখী বৈঠা টানে
নৈতিকতা হারাই!
জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!
এ আমার হতাশা নয়
খাপ খাইয়ে চলা,
নিজেকে সামলে নিয়ে-
আঁকা নিজের চিত্রকলা।
দ্রোহপ্রেম এখন, বিপদমাখা ভীষণ!
সঙ্গীবিহীন
একলা রাতদিন-  
কাঁদতে আর পারবো না!
জোয়ার-ভাটায় ছেড়ে দিয়েছি তরী, নিজে আর বাইবো না!