ঝরাপাতার মর্মরধ্বনির চেয়ে-
পাতালভেদী অংকুরিত বীজের কবিতা উত্তম।
উত্তম বেড়ে ওঠার নিয়ত বাধা।
বিরূপ বাতাসে আর কতো করবে বিরহবিলাস?
বিমর্ষ নতুন প্রজন্ম- নেই আর সে অবকাশ!


বীরগাঁথা শোনাও তাদের। অনুকরণে তারাও হোক অধিকার আদায়ে এক একটি বীর।
হে কলম, কসম তোমার কালো রঙের মাঝে লুকায়িত সপ্তবর্নালীর!


বাঁচো-
             মাথা উচু করে।
ইতিহাস লেখ-
            বজ্রমুষ্টিবদ্ধ হাতের।
তোমার কবিতালোক-
            নতুনকুঁড়ির দ্রোহের অনুঘটক হোক।


নায্যতার ফুল ফুটুক পৃথিবীজুড়ে বসন্ত কাননে।