কিছু মানুষের সাপের মত থাকে বিষদাঁত-
সুযোগ পেলেই অন্যকে ছোবল মেরে করে কুপোকাত!
নিজের স্বার্থের জন্য যে কাউকে করে আঘাত,
নিজের শান্তির জন্য করে অন্যের শান্তির ব্যাঘাত!


কিছু মানুষের সাপের মত থাকে বিষদাঁত-
জাগতিক মোহে সব ভুলে করে ভ্রান্ত ধারাপাত!
মানবিকতাবোধ হারিয়ে অচিরে হয় সে পশুর জাত,
সারাক্ষণ ধান্দায় থাকে করতে অবৈধভাবে বাজিমাত!


কিছু মানুষের সাপের মত থাকে বিষদাঁত-
আঙ্গুল ফুলে কলাগাছ হবার রাস্তা খোঁজে দিনরাত!
নীতির বালাই নাই চায় শুধু নিজের ভালো বরাত,
নিজেকে ভাবে জাহাপনা, বাকিরা প্রজা- পৃথিবীটি তারই প্রাসাদ!


একটু অভিমান করেই বলি- পোকায় ধরুক ঐ দাঁত,
বিশ্বজুড়ে বন্ধ হোক অসুরগুলোর বিষদাঁতের উৎপাত।