বাপরে বাপ! সেরাম গরম !
বর্ষার সাথে বোধহয়, মেঘবালকের অভিমান চলছে চরম !
পেয়ে সুযোগ, শুন্যতা-
পরকিয়ায় মেতেছে উষ্ণতা !


প্রাকৃতিক সমাজে এ ব্যধিও মারাত্মক ।
স্বৈরাচারী আবহাওয়া মানবজাতির জন্য ধ্বংসাত্মক, বেরহম ধ্বংসাত্মক ।
যারা আমার সবুজ কেটে খায় পরিকল্পিত নগরায়ন তাড়িয়ে,
যারা আমার প্রেমিক জলবায়ু কেড়ে নেয় কার্বন নি:সরণ মাত্রা বাড়িয়ে,
মেতে ওঠে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ী, বাড়ির বারান্দায় বীরদর্পে পদচারণায়-
তারা মনহীন, শুধু ধড়বেশ মানব- উষ্ণতার পরকিয়া দেখে মজা পায়!


প্রকৃতিকে অস্বাভাবিক আচরণে বাধ্য করা মানে - আমার মানবাধিকার লংঘণ ।
ক্ষতিপুরণ চাই- দাও, আমার প্রেমের পৃথিবীকে ফের পর্যাপ্ত সবুজায়ন ।