বসন্তের প্রথম দিনে সন্ধ্যারাতে-
ছিলাম কিছুটা সময় ফুলের সাথে,
ফুলকে বললাম, হয়ে যাই ভ্রমর?
ফুল বলে, মাথা খারাপ তোর!
উদাস মনে তাঁকালাম আকাশ পানে-
এলো এক মানবী ধ্যানে।
মানবীকে বললাম, হয়ে যাই ভ্রমর?
মানবী বলে, মাথা খারাপ তোর!


ফুল, মানবী কেউ এলো না,
তবুও বলি, থাক তোরা ভালো।
হয়তো জীবনে আমার বসন্ত-
এ জনমে না-হয়, নাইবা হলো!