কিসে তোমার এতো অহমিকা
কিসের দেখাও বাহাদুরি
কার হাতে রয়েছে নাটাই চরকা
তুমি ওরাও যে রঙিন ঘুড়ি ?


ভাবো তুমি বেশ যাবে উড়ে
মনে ইচ্ছে যেথা হয়
জান কি তা এক মিছে স্বপন
যদি সৃষ্টিকর্তার মর্জি না হয় ।


কর্ম ধর্ম সেই সবের মর্ম
নানা পথে মতে ঘোরা
সব কিছুরই হিসেব নেবেন
যিনি রয়েছেন নাটাই ধরা ।


ওরাও ঘুড়ি তুমি কোন পথে মতে
হিসেব কষে করো দেখভাল
প্রত্যাবর্তন যেন সুখের হয় তোমার
হলে শেষ আকাশে ওরার কাল।