কেশবতী কন্যার মেঘ বরন চুল
শিমুল রং তার লাল ফিতা ফুল
দক্ষিনের আত্মভোলা বাতাসে যায় দুলে
ক্লান্ত পথিক সব পাগল তার প্রেমে ।
দেহখানি ভরা তার বটের ছায়ায়
যত দেখা তত ভরে হৃদয় মায়ায়
ভেবে পথিকের এবার দুহাত মাথায়
ভুলেছিল সে অন্য রূপে হেথায় সেথায় !
চলার পথে ভাবে পথিক এ কোন ক্ষনে
এলো সে আজ শিমুল কন্যার কাছে
কেনবা হলো শুরু মনে গঙ্গোর্মি খেলা
এলো কি তবে সে কাঙ্ক্ষিত বেলা!
উহ!এমন সময় যদি বাজাতো সানাই কোনজনে
বুলবুলি সাজতো পথিক ভাবে মনে মনে
স্বার্থক হতো তবে শিমুল কন্যার দর্শন
সুন্দর তব প্রকৃতি প্রেমিক যাযাবর জীবন!