কাঁদতে চাই । প্রাণ খুলে কাঁদতে চাই ।
অদ্ভুত মানুষ আমি-
নজরুলের বিদ্রোহী কবিতা মনে নাই ! সুকান্তের ছাড়পত্রও মনে নাই !
হঠাৎ হঠাৎ নয়, হে চোখ যুগল আমার-
শ্রাবণের বিরামহীন ধারার মত কাঁদতে চাই ।
চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পড়া জল দু হাতের পাতায় নিয়ে দেখতে চাই-
কী করুন রূপ তার ! সব মানুষের রক্তের রঙ লাল জানা আছে সবার ।
মানবাধিকার বঞ্চিত মানুষের চোখের জলের কোন রঙ নাই-
হয়তো সেজন্যে অলোর ক্রিয়ায় গোচরীভুত হয় না অন্যের কাছে !
লুকিয়ে থাকে কালো কালো দুঃস্বপ্নের মেঘের ভাজে-
সে মেঘভাঙ্গার পর- প্রাণ খুলে কাঁদতে চাই !
শুকনো জমিনে প্রবাহধারা নামাতে চাই !
চোখের জলে নদী হবে ।
                     নদীতে তুফান হবে ।
                                 তুফানে দখলদারের জমিন ভাঙ্গবে!
এ প্রত্যাশায়-
ভালোবাসার স্বপ্ন ভেঙে গেলেই কাঁদতে চাই !
অসহায় যে হাত বজ্রমুষ্টি হয় না !
অসহায় চোখের জল সে হাতে নিয়ে দেখতে চাই !