নীল আকাশে রাস্তায় রাস্তায়-
আমি, শান্ত স্যাপিয়েন্স, হেঁটে চলছি একা।
আশা ছিলো, বেদনার রঙে-
আর কখনোই গল্প করবে না নক্ষত্রফুলের দল!
অথচ দেখি, প্রশান্ত মহাসাগর থেকে গোল্ডিলকস্ জোন
আজ কাঁপে- বিরহের তাপে!
হয়তো অদ্ভুত আশ্চর্য নিয়ে-
পৃথিবীর স্ববিরোধী এনার্জি কনজামশন,
দেখতে ছুটে আসে-
কিছু কিছু এলিয়েন মন!
আঁধার রাতের প্রত্যক্ষদর্শী পাইলটেরা,
স্বাক্ষ্য দিয়েছে ম্যাগাজিনের পাতায় পাতায়।
যুদ্ধকালে, ভাঙা প্রেমের দুঃখবোধঃ
ইউনিভার্স কিংবা মাল্টিভার্স জুড়ে ছড়িয়ে যায়!