বেশ লাগলো, আশা জাগলো - দিগন্তে দৃষ্টিপাতে দেখলাম আকাশ-পাতাল মিলন খেলা ।
কাছে পেতে এগোতে থাকলাম তোমার কাছে-
কী আশ্চর্য ! তুমি দূরে সরে যেতে থাকলে !
যত আগাই - তত দূরে তোমার দেখা পাই ।
ভাবনায় পরিবর্তন আনলাম -
উল্টো ঘুরে, হাটতে থাকলাম - আমার নিজের মত !
কী আশ্চর্য ! তুমি পিছে পিছে কাছে আসতে থাকলে !
যত দ্রুত আমি উল্টো হাটছি - তত দ্রুত তুমি আমার পিছে ছুটছো !


মন পরিবর্তন প্রিয় !
প্রেমের সময় এমন করে বদলায় ।।