ঢেউ ঢেউ জলে কেউ কেউ ডুবতে চায়- সেচ্ছায় প্রেমে!
জানে, প্রেমে উত্থান-পতন হঠাৎ শুরু, হঠাৎ যায় থেমে-
ঢেউ শীর্ষ স্থায়ী নয়, না-স্থায়ী তার পাদদেশ!
অন্তহীন প্রেমের স্বরূপ বাহাস!
তবুও নাঁচে মন: ঢেউ ঢেউ খেলায়-
এটিই প্রেমের ধ্রুপদী ইতিহাস।
অগ্রজ প্রেমিকদের পরামর্শ মানে না- অনুজ প্রেমিকদল,
নিষেধ মানে না সমকাল।
'চুপ চুপ প্রেমে ডুব' বাসনা নারী-পুরুষের,
আদম-হাওয়া থেকে অনন্তকাল।


বিপত্তি আপত্তি পেছনে ঠেলে, চলে সংগ্রাম-
সভ্যতা নির্মাণের প্রেম,
খননে মিলুক- কয়লা অথবা হেম!