একুশ শতক এখন-
এইসময়ে এসেও আলাদাভাবে "কন্যা শিশু দিবস" নেই প্রয়োজন!
সচেতনা বাড়াতে-
শুধুমাত্র "বিশ্ব শিশু দিবস"-ই যথেষ্ট বোধকরি।
লিঙ্গ বৈষম্য কমাতে যেয়ে, কর্মকান্ডকে লিঙ্গান্তর করা-
বৈষম্যের ক্ষেত্র স্থানান্তর করে মাত্র, সমতা আনে না।
ছেলে শিশু বা মেয়ে শিশুর জন্য আলাদা দিন নয়, আলাদা ভাবনা নয়।
সব শিশুই ভালো থাকুক। হোক শিশুদের অধিকারের জয়, হোক সমতার জয়।।