রবি ঠাকুরের সেই গানটির মতোই
কোন এক পূর্ণিমা রাতে -
মধুর লগন নামিয়ে এনেছিলাম
শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে ।
মনে হয়েছিলো পূর্ণিমাটা চিরদিন রবে সাথে
যদিও ভাবনাটা ছিলো বিজ্ঞান বিরোধী-অর্থনীতি বিরোধী ! অসার !
তবে কি আজ আবেগ আর অর্থবিজ্ঞানের দ্বন্দে-
পূর্ণিমাটা তোমার বিপরীত আমার ।