দিনের বেলায় আনন্দ মেলায়
কাটে সময় সুখের ভেলায় ।
বেশতো চলে যায় দিন - হেলায় খেলায়
বিচ্ছেদের ভাবনা আসে মনে - গোধুলী বেলায় !
এরপর যখন আঁধার নামে -
রাত গভীর, ভাবনা গভীর ।
হিসেব কষে হৃদয়, অতীত করে স্মরণ ।
জীবন-যৌবন, আয়-ব্যয় আর অতিবাহিত সময়
হলো কি সঠিক পথে সব কর্ম সম্পাদন ?
ভেবে উথাল-পাতাল হয় এই মন ।
সময় গড়ায় - চোখের পাতায় ঘুম এসে যায়
ভাবে মন - যদি ঘুম হয়ে যায় পাতাল বিছানায় !
ক্ষণিকের অতিথী তুমি-আমি
আসা-যাওয়ার নাই জানা কোন তিথী !
শেষ বিচারে সফলতা-বিফলতা কি ?
কি এই জীবনের মানে ?
ভাবো মন বসে কাজীর আসনে -
গভীর রাতে নিরলস ধ্যাণে ।