ধরা যাক, শতাব্দিশ্রেষ্ঠ বিজ্ঞানীরা,
সবল এবং দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, তড়িৎচৌম্বকীয় বল- সবগুলো একীভুত করে ফেললো একদিন!
তারপর,
সৃষ্টির রহস্য, মহাবিশ্বের রহস্য ইত্যাদি, ইত্যাদি- সব রহস্য উন্মোচিত হয়ে গেলো নিমিষে!
রহস্য উন্মোচনের সে খেলায় হৈ হুল্লোর পড়ে গেলো সবার মাঝে।
তুমি কি থাকবে সেদিনও রহস্যময়ী?


হাওয়াঃ এই রহস্যভেদ সম্ভবত আদমের অসাধ্য।


--------
কবিতাটি প্রতিদিনের সংবাদ এর সাহিত্য সাময়িকী প্রকাশিত।