হে যুবক শোনো, রংধনু কহে -
যৌবন- জোয়ার ক্ষণকাল বহে ।
আমারই মতন সবার ক্ষণিকের জীবন
পৃথিবীতে যত জীব রব করেছেন সৃজন ।
বৃষ্টির জলকণা আর সূর্যের আলো
এ দুই কল্যাণে মোর জন্ম হলো ।
তেমনি যুবক তোমার পিতা-মাতা
এ ধরায় তোমার অস্তিত্ব দাতা ।
তারা কত কষ্ট করে তোমায় রাঙালো
বিপরীতে নিভছে তাদের জীবন আলো ।
সামান্য মোহে তাদের মূখ করো না মলিন ।
আমার মত তুমিও একদিন হবে বিলীন ।