প্রিয়দর্শিনী হে সুরঞ্জনা
সুকন্ঠী তোমার সুরের ব্যঞ্জনা
সুমধুর কথার তান
মোর হৃদয়ে বিঁধে
জাগিয়ে তোলে যে
তোমার প্রতি ধ্যান ।
সুভাষিনী হে সু কেশী মোর
দীঘল চুলের রানী
মনের মাধুরী মিশিয়ে এঁকেছি
মোর মানসপটে একান্তই
তোমার চাঁদমাখা মুখখানি ।
সুদর্শনা হে সুনয়না
মোর অতৃপ্ত হৃদয়ের সুদীপ্ত বাসনা
মরুময় ধূসর জিবনে তুমি
হেথায় শীতল ঝরনাধারা ।
প্রিয়ংবদা হে শরৎশশী
মোর আঁধার জিবনের জোছনা
যত্নে গড়া ভালোবাসার সৌধ
স্বপ্নময়ী তুমি আজন্ম সাধনা ।
রূপমাময়ী হে উপমাহীনা
মোর জিবনের সাথী
আজীবন ভালোবেসে দু'জ‍নায়
হয়ে যাই এসো, প্রেমের প্রতিকী ।