কর্ম সমান তো- মজুরি সমান,
চলতে পারে না- লিঙ্গ ব্যবধান!
সময় সমান তো- মজুরি সমান,
চলতে পারে না- লিঙ্গ ব্যবধান!
ঘাম সমান তো- মজুরি সমান,
চলতে পারে না- লিঙ্গ ব্যবধান!
কষ্ট সমান তো- মজুরি সমান,
চলতে পারে না- লিঙ্গ ব্যবধান!
ক্ষুধা সমান তো- মজুরি সমান,
চলতে পারে না- লিঙ্গ ব্যবধান!


নারী অথবা পুরুষ বুঝি না,
বুঝি শুধু- সমান সমান।
সবার অধিকারে পৃথিবী সাজুক,
বাজুক সর্বত্র সমতার গান।