সূর্য প্রমাণ!
পৃথিবীর বুকে যখন সে আলো করে দান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


চন্দ্র প্রমাণ!
পৃথিবীর বুকে যখন সে জোসনা বিলায় অফুরান-
ভেদাভেদ বোঝেনা !
বোঝে শুধু সমান সমান ।


আকাশ প্রমাণ!
দিগন্তব্যাপী তার নীল আঁচলে সাজানো বিছান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


বাতাস প্রমাণ!
বয়ে চলে নিরবধি অক্সিজেনের ভেলাখান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


সাগর প্রমাণ!
হোক জোয়ারের বেলা অথবা ভাটার টান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


অরণ্য প্রমাণ!
কার্বন ডাই অক্সাইড শোষণ, অক্সিজেন উৎপাদন, সবুজের জয়গান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


পাহাড় প্রমাণ!
পাহাড়ী হোক আর সমতলবাসীই হোক টলেনা উঁচু শির,একই উচ্চতায় থাকে সটান-
ভেদাভেদ বোঝেনা!
বোঝে শুধু সমান সমান ।


নায্যতা, সমতা ভুলে-
কার কাছ থেকে শিখলাম আমরা অসমতার সমীকরণ?
জানা-শোনা কম, মূর্খ কবি জানতে চায়-
প্রমাণ করো উপস্থাপণ!