হে শ্বেতপদ্মবসনা, দেবী সরস্বতী, শুভ্র রাজহংস বাহনে চড়ে-
এসো, শুভ লগনে- এসো, এসো প্রতি বাঙলির ঘরে ঘরে।
বাণী অর্চনা নাও, অর্ঘ্য-অঞ্জলি নাও, প্রাণখোলা ভালোবাসায়-
কাউকে দিওনা ফিরায়ে, বাঙালি যে আজ- সুবোধ শূণ্য প্রায়!
বোধ শূণ্য বাঙালি বোঝেনা- বুদ্ধি, বিদ্যা, শিল্পকলার মানে!
কেবল, পড়াশুনায় 'আত্মকেন্দ্রিক অর্থিক প্রেম সাধনা' জানে!
চিন্তার এ বাঁক ঘুরিয়ে দাও তুমি- ললিত বাণীর সুমধুর সুরে,
মানব কল্যাণে জ্ঞান প্রয়োগই পুজো, বাকি সব যাক দূরে।
শুভ্রতা খুঁজে পাক সবাই, চলুক- সজ্ঞানে মানবতার জয়ঢাক,
তোমার আশীষে- অন্তর জাগ্রত হোক, 'সুবোধ' জিতে যাক!