সোনার বাংলা, রূপসী বাংলা এবং সাবাস বাংলাদেশ-
এই জনপদ- থাকতে পারেনা আলোহীন!
অথচ কি করে এতো অন্ধকার এলো এখানে?
এখানে, এখন কি রাত, কি দিন- ঘুটঘুটে অন্ধকার!
লোভাতুর হায়েনার দল ঘুরে বেড়ায় শংকাহীন-
নারীর দেহ খোঁজে, নিত্য নতুন কৌশলে করে ধর্ষণ উৎসব!
পুরুষ নামধারী এইসব জানোয়ারে জনপদ-
এই বাংলাদেশ হতে পারেনা।
যারা অন্ধকার বয়ে বেড়ায় চিন্তা-চেতনায়-
এই জনপদ তাদের নয়, কখনোই নয়।
১৯৫২, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭১
চেতনায় রেখে-
সাতটি কসম আমার পুরুষত্বের-
এখন থেকে এখানে- পশুদের প্রতিরোধ করবে পুরুষেরাই।
এই জনপদ ঐসব পুরুষের- যারা শ্রদ্ধার আসনে রাখে মাতৃকূল।।
এই জনপদ সেসব পশু'র নয়- যারা কলংকিত করে মাতৃকূল।।