আমার আকাশে সব দিগঙ্গনার একইরূপ প্রতিমা- সে তুমি, কেবলই তুমি!
এই চোখ দুটো, ঐ নীল চোখ যুগলে নিয়ত খোঁজে ভালোবাসার প্রিয় স্বপ্নভুমি ।


দৈবিক-জৈবিক, স্থায়ী-অস্থায়ী এমন কতো সব তরঙ্গমালার দোলাচাল - সেসব ভাবিনা!
তোমার যা ইচ্ছে তাই! আমি চাই শুধু একবার ঠাই! বাকিটা? পরখ করেই দেখোনা!


আত্মবিশ্বাসের পারদ তুঙ্গে আমার!
নাও যত খুশি পরীক্ষা, আছে নেবার!


এই গোটা হৃদয়ের পুরোটাজুড়ে- সে তুমি, কেবলই তুমি!
আমার বিশ্বাসের সবটাই আস্তায় ভরা- পাব তোমার উপহার- তুমি!


সে তুমি!
কেবলই তুমি!


কল্পনার রঙ তুলিতে আঁকা যে তুমি,
বাস্তবতার ভাবনায়ও সে তুমি, কেবলই তুমি ।


ভাবি, তোমার-আমার যুগল হবার জন্যেই - এ জনম দেয়া বিধাতার ।
আছে সাধ্য কার? - এই চেতনায় আমার চিড় ধরাবার ।


বিপদগ্রস্থ আবাস চাইনা হোক দুজনার,
কোন কারনেই না, হোক দুই গোলার্ধ- বিরহী বাসিন্দার!


অধিকার অথবা নাই অধিকার!
তোমার এবং আমার-
সমান সমান,
ভালোবাসার কিংবা ভালো না বাসার!
মেনে নিয়েই বলছি -
আমার আকাশের সব দিগন্তের পবিত্র প্রতিমা-
সে তুমি, কেবলই তুমি ।