স্মার্টফোনে বন্দি তরুণ
একটু মনযোগ দাও সমাজচিন্তায়
নইলে বাস অযোগ্য হবে ধরা তোমারই জন্য
সবভালো করে ঝাটিয়ে বিদায়!
তুমিও হয়তো বাবা হবে কোনদিন
বংশগতির চিরচেনা ধারায়
সন্তানের সুন্দর ভবিষ্যত করবে প্রত্যাশা
সে প্রহরে কে দেবে সঙ্গ তোমায়?
সংস্কৃতির ভালো-মন্দ একটু বোঝ,
ভবিষ্যত পৃথিবী দেখো তোমার কল্পনায়
কেমন হবে? কেমন চাও?
যেদিন পরিনত হবে তুমি বৃদ্ধের কিনারায়!
শুধু থেকো না বিনোদন ভুবনে
চেতনাহীন শিহরণ আর রোমাঞ্চ ভাবনায়
কতো অগ্রজ, কতো অনুজ আছে চেয়ে তোমার পানে
তুমিই ধরবে জাতির হাল সে কামনায়।
স্মার্টফোনে বন্দি তরুণ
একটু মনযোগ দাও সমাজচিন্তায়
গাও শিকল ভাঙার গান
সুন্দর, কল্যাণ আর শুভ কামনায়।