স্বপ্ন আমার ছুঁড়ে দিয়েছি আকাশে-
বাতাসে ভেসে ভেসে কালো কালো মেঘ- ভেঙে ভেঙে আলো আনবে সে ।
স্বপ্ন আমার ছুঁড়ে দিয়েছি আকাশে ।
পূর্ব পুরুষের স্বপ্ন বীজ থেকে গাছ জন্মেছে সভ্যতার, বিজ্ঞানের ।
দরকার এখন সবুজপাতায় নতুন নতুন সংশ্লেষণ নিয়ত-
দরকার আলো অবিরত ।
কার্বনরূপ অন্ধকার শোষণ করা ভীষণ ক্ষমতা বুকে আছে আমার, যুগে যুগে স্বাক্ষর আছে প্রমাণের ।
দরকার আলো আনার অভিযাত্রীদলের নিরন্তর সঙ্গ ।
হে অনুজ, হে তরুন- তুমি আমায় সঙ্গ দাও । সঙ্গ দাও ভালোবেসে ।
স্বপ্ন আমার ছুঁড়ে দিয়েছি আকাশে-
পারলে ছুঁয়ে দেখো । সহযাত্রী হও ।
এসো, একসাথে, দুবির্নীত জাগগান ধরে- বড় বড় সব স্বপ্ন ছিনিয়ে আনি মিলেমিশে ।
ভালোবাসার স্বপ্নে, মানবতার স্বপ্নে- অগ্রযাত্রার সুবাতাসে ঝড় তুলি অন্ধকার বিনাশী বিষে!