স্বপ্ন থাকে সব মানুষের মনে লুকায়িত- বড়, অনেক বড় !
কিন্তু মনেহয় দু:স্বপ্ন সংকোচন বলের মত ক্রিয়াশীল-
স্বপ্নকে ক্ষুদ্র করে দেয় এ অনাকাঙ্ক্ষিত বল ।
সাম্যবস্থা ভেঙ্গে যায়, কিছু স্বপ্ন হারিয়ে যায় নানান ছলে ।
ঝড়ো হাওয়ায় ভেঙ্গে পড়া ভাঙা গাছের কোমর থেকে-
যেমন গজাতে চায় নতুন সবুজ অবুঝ শীর্ষ ডাল,
তেমন আবার স্বপ্ন সাজে মনে, ধরে নতুন করে হাল ।
যদিও দিন দিনান্তর, রাত রাতান্তর, মানব জনমে-
স্বপ্ন-দু:স্বপ্নের মাঝে সাম্যাবস্থা সৃষ্টির চেস্টা চলে,
তবুও দীর্ঘশ্বাসে ভরা বেশিরভাগের পৃথিবী ভ্রমন!


'স্বপ্ন দু:স্বপ্নের ক্রিয়া-প্রতিক্রিয়া বল সমান না।'
প্রায়শঃ ভেঙে যায় নিউটনের বিখ্যাত তৃতীয় সূত্র!