প্রতিদিন আমরা নিজেদের পোড়াই,
                                     জ্বালাই,
                                        আঙ্গার হয়ে-
কয়লার কালি হই! আমরা শ্রমিক-মজুরের দল।
তোমরা উপরতলার বাসিন্দা-
কবিতা লেখো- সভ্যতা নির্মানের,
তোমাদের কলমের নিজস্ব কালি নেই-
আমরাই তোমাদের কলমের কালি!
       আমাদের ঘামের স্রোতে-  
   আমাদের জ্বলে যাওয়া শ্রমে-
                ক্লান্তিহীন সময়ে-
তোমাদের কবিতা ভাষা খুুুুঁজে পায়।
স্বাক্ষী নৃবিজ্ঞান,
                স্বাক্ষী প্রত্নতত্ত্ব,
                               স্বাক্ষী ইতিহাস,
আমাদের রক্তের রঙঃ তোমাদের কলমের ধারায়-
কালো কালো শব্দ হয় উন্নয়নের পাতায়, পাতায়।


আমরা বিশ্বাস করি, ব্যবধান আমাদের একদিন কমবেই।
আপাতত করো স্বীকার-
সভ্যতা নির্মানের কবিতায়- আমরাও অশীংদার।
নইলে তোমাদের কলমের কালি ফুরিয়ে যাবে দ্রুত-
আমরা যদি আমাদের রক্তের রঙ বদলে যাওয়া আটকে দেই!