গোলকধাঁধায় আছি! ঘুরছে মাথা  নিয়ত ভীষণ দিগ্-বিদিক!!
চলমান সময়ে ঘটমান বর্তমান- আদিম অথবা মধ্যযুগ নাকি যুগটা আধুনিক?
সভ্যতার যাত্রায় মানুষ এখন- পিছনে নাকি সামনে চলা নাবিক?
সভ্যতার উৎকর্ষতা পরিমাপের রাশি- হবে স্কেলার নাকি ভেক্টর?
বোধকরি, মান এবং দিক দুটোই থাকলে- অগ্রযাত্রা তবেই সঠিকতর।
সবার মানবাধিকার নিশ্চিতে- সভ্যতা ভেক্টরের যাত্রা সর্বদা সম্মূখে-
ব্যতিক্রমে এর "সময়" সে তো থমকে থাকে- আদিম অথবা মধ্যযুগে!