যে প্রেমিকা ফুলবনে বিচরণকালে
আনমনে প্রেমিকের ফুল ছেড়া সইতে পারত না
সেই মানবী আজ হৃদয় ছিড়ে !
যে প্রেমিকা কাশবনে ঘুরে বলতো
শুধু সৌরভ না, দেখ, শুভ্রতাও কিভাবে হৃদয় টানে
সেই মানবী আজ কলুষ প্রেমে !
যে প্রেমিকা ছিল প্রকৃত সুরের সাধক
পাখির গান, নদীর কলতান শুনে কাটাত সময়
সেই মানবী আজ কর্কশ কন্ঠী !
যে প্রেমিকা ছিল বৃষ্টি ছন্দ প্রেমী ময়ুরী
আবেগে প্রেম বিরহে কান্নায় ফেলত চোখের কাজল ধুয়ে
সেই মানবী আজ বিচ্ছেদ কামী !
-তখন প্রেম ছিল
এখন আর নেই ।