মুখোশপড়া প্রেমিক আসলেন । কবিকে বলেন- আমি ভীষণ ভক্ত তোমার ।
তুমি যেমন ভক্ত উপরমহলের বাসিন্দার!


তুমি যুগশ্রেষ্ঠ প্রেমের কবি । তোমার সব প্রেমের কবিতা : সুন্দরী রমনী বশীকরণ কবিতা!
যেন কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অলৌকিক তান্ত্রিকতা!
যে পড়ে সে-ই প্রেমে হাবুডুবু খায় তোমার ।
কি বেসম্ভব কথা! কে পেরেছে- এমন আর!


কবিও বড়শি গেলে! কি চাও- নিয়ে যাও । কিছু যেওনা যেন ফেলে!
যুগটাই এমন । কবিত্বও কাগজে-কলমে! বাস্তবে না মেলে!


মোসাহেবী ঢোল ভীষণ উচ্চস্বরে সমাজে ব্যস্ত দিনরাত-
               মিথ্যে কোলাহলে!
সত্যবাদী আত্মারা মুখ লুকায় লজ্জায়-
                  মেঘের কোলে!


দেয়ালে দেয়ালে সাটানো থেকে যায় তেলের বিজ্ঞাপন!!!