নম্র-ভদ্র ঘাসফুল আর
          তিরিং বিরিং ঘাসফড়িং
বন্ধুতা হলো দুজনে-
         কোন এক বৃষ্টির দিন!


আতি দুষ্ট ঘাসফড়িং শুধু
             ঘাসফুলকে জ্বালায়,
ফুলের দিকে করে না খেয়াল
           উল্টা-পাল্টা লাফায়।


বন্ধু ভেবে ঘাসফুল বলে,
          "মেতো না খুব বেশি
পরে গেলো কষ্ট পাবে,
          থেমে যাবে সবখুশি!"


শুনলো না ঘাসফড়িং-
                 বন্ধু'র সে কথা,
পা পিছলে চিৎপটাং-
                পেল খুব ব্যথা।


দুঃখে শোকে ঘাসফড়িং বলে,
             "উহ্,আহ্, 'মা'... রে
না-শুনলে বন্ধুর কথা
              বিপদ ঠিকই বাড়ে!"