তোমাকে দেখিনু বইমেলায়
বিশ বসন্ত পেরুনোর পরে
ভাসিনু সেদিন প্রেমের ভেলায়
মন সপিঁনু তোমার তরে ।
দেখিনু চেয়ে তোমায় অপলক
দেখিনু বিধাতার সৃষ্টি
মায়াবী কথন, মায়াবী বদন
প্রেমভরা তোমার দৃষ্টি ।
গোলাপ রাঙা ঠোট
তোমার মুক্তা ঝরানো হাসি
চাঁদের দিকে তাকিয়ে বলি
রূপবতী তুমি অতি ।
এলোমেলো তোমার ব্রাউন কেশ
‍দোলাদিনু মোর মনে
চাহিনু তোমায় বাসিতে ভালো
মোর একাকি এ লগনে ।