: মহারাজ,
এ আপনারই সমাজ
যেমন চাবেন তেমন হবে কাজ !


: বাহ্, বাহ্, মারহাবা !


: নম: নম:
আমি আপনার পোষা প্রাণী সম-
আছি বেশ!
আছে কোন আদেশ?


: বাহ্, বাহ্, মারহাবা !
একটু ময়লা হয়েছে জুতাটা …


: ভুল করেছি, মহাভুল, করিনি খেয়াল-
মাফ করেন হুজুর, নইলে আমার কি হবে হাল ?
যে রুমাল দিয়ে মুছি আমার মুখ-
ও দিয়েই মুছে, জুতা চক চক দেব করে-
কী সূখ ! আহা কী সূখ !!!
দয়া করেন মহারাজ- ঘুরিয়ে নেবেননা আপনার মূখ ।


: বাহ্, বাহ্, মারহাবা !


: হুজুর আমাদের জন্য কত করেন কাজ  
ইস, আপনার মূখ শুকনা লাগছে আজ !
বাড়ী থেকে এনেছি নিজের গাছের ডাব-
দয়া করেন- একটু খান । আর ঐ জুতার ব্যাপারটা করেন মাফ !


: বাহ্, বাহ্, মারহাবা !
বেশ, বেশ,
সারিন্দার বেশ !
আমার নেক নজর না থাকলে কেমনে চলতি - হয়ে যেতি শেষ !


: জ্বী, জ্বী মহারাজ, চরন দুইটা একটু বাড়ান - করি কদমবুচি !
ও খেয়াল করিনি, মাফ করেন, আর হবেনা ভুল- মুচি, আমি আপনার মুচি !!
এ কিসের, কোন লাজ ?
এতো আমারই স্বভাবগত কাজ !!!