অনেকেই বলে- তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।
আমি বলি- যুদ্ধ চলছে!
তোমরা তা বুঝছো, নাকি বুঝছো না?
অঁচিরেই বাজছে বিশ্বের বারোটা!
সারা বিশ্বজুড়ে-
দিন দিন বাড়ছে এই যুদ্ধের ঘনঘটা!
প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত নয় তার রূপ,
অর্থনৈতিক বৈষম্য বাড়ানোই এই যুদ্ধের স্বরূপ।
অন্যের সম্পদ কুক্ষিগত করে নিজের আয়ত্বে নেয়াই এই যুদ্ধের লক্ষ্য-
প্রভাবশালী দেশ, প্রভাবশালী ব্যক্তি- এই যুদ্ধে আমজনতার প্রতিপক্ষ!
যুদ্ধ চলমান...যুদ্ধে বিজয়ী হতে মরিয়া মোড়ল দেশগুলো সব-
যে করেই হোক, বিশ্ব অর্থনীতির চাবিকাঠী হাতে রাখতেই হবে- সবার একই রব।
ছল-চাতুরি করে তারা আমজনতার চোখে দিচ্ছে ধুলো নিয়ত-
এই যুদ্ধের রূপ যাতে বুঝতে না পারে- থাকে যেন চোখ বন্ধ, কানে ভরা তুলো, না জাগে যেন সময় গড়াক যত!


চোখ-কান খোলো, জাগো, আওয়াজ তোলো, জানান দাও- তোমার অধিকারের বারতা।
এটিই এইসময়ের যুদ্ধবিরোধী কবিতা!
--------------
ইংরেজি অনুবাদ
--------------
Third World War is going on ...


Many people say,  there will be a third world war.
I say - the war is going on!
Do you understand it or not?
“Twelve o’clock” of the world is going to play!
All over the world-
The war’s intensities are increasing day by day!
Unlike World War I or World War II,
Increasing economic inequality is a form of war III.
The goal of this war is to conquer  the wealth of others by owning them.
The dominant country, the dominant person - the opponent of mass people in this war!
The war is going on ... All nations desperate to win the war-
Either way, the key of the global economy must be in the hands of all - the same voice.
By cheating, they are giving dust to mass people’s eyes-
To make you not to understand the nature of this war – to keep your eyes closed, to useless your ears, or to make failure to wake up although time goes!


Open your eyes, wake up, raise your voice, shout for your rights.
Now, This is the anti-war poem of  the third war!
---------------------
উৎসর্গ: আমার বন্ধু এস কে ওমর ফারুক'কে ।